আজকাল ওয়েবডেস্ক: মাঝরাতে অদ্ভুত শব্দ। ক্ষীণ নয়, রীতিমতো গর্জন। তাতেই ঘুম ভেঙে যায় বাড়ির সদস্যদের। ঘুম ভাঙার পর চুপিচুপি ঘর থেকে বেরিয়েও আসেন। টর্চের আলো ফেলে সমস্ত ঘর খোঁজাখুঁজির পর পৌঁছে যান রান্নাঘরে। সেখানেই চোখে পড়ে জ্বলজ্বল চোখ। রান্নাঘরে বসে আছে সিংহ! যা দেখেই রীতিমতো ভিরমি খেলেন সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের আম্রেলি জেলায়। রাজুলা তালুকের একটি বাড়ির মধ্যে মাঝরাতে ঢুকে পড়েছিল সিংহটি। বাড়ির সদস্যরা জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎ সকলে অদ্ভুত শব্দ শুনতে পান। তাও আবার একটানা। শব্দ শুনেই টর্চের আলো জ্বেলে সকলে বেরিয়ে পড়েন। তখনই দেখা যায়, রান্নাঘরে দেওয়ালের উপর বসে রয়েছে সিংহ।
আতঙ্কে সকলের চোখ ছানাবড়া হয়ে যায়। তবে চিৎকার, চেঁচামেচি করেননি কেউ। ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে যান সকলেই। প্রতিবেশীদের খবর দেন। তারপর পুলিশ ও বন দপ্তরকে খবর পাঠানো হয়েছে। কিছুক্ষণ পরেই সিংহটি বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
জানা গেছে, খাবারের সন্ধানে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল ওই সিংহ। কোনও খাবার খুঁজে না পাওয়ায়, হতাশ হয়ে নিজেই চলে যায়। ওই গ্রামটি থেকে উপকূল ও ঘন জঙ্গল খুব কাছাকাছি দূরত্বে অবস্থিত। প্রায়ই জঙ্গল থেকে গ্রামের মধ্যে সিংহ ঢুকে পড়ে। কিন্তু ঘরের মধ্যে সিংহের বিচরণ, এ বড় বিরল ঘটনা।
